বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদকবিরোধি অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। শুক্রবার (১৪ আগষ্ট) বেলা পৌনে ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনাইদহ বাসষ্ট্যান্ড এলাকায় ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়া জামে মসজিদের নিকট কানার আমবাগানে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা রেলবাজারের মৃত নাজমুল শেখের ছেলে চয়ন (২৮), সদর উপজেলার খেজুরা গ্রামের অমূল্য হালদারের ছেলে মন্টু হালদার (৪০) ও শহরের দক্ষিণ গোরস্থানপাড়ার শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে শহরের ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়ায় মাদক বিরোধি অভিযান চালানো হয়।
এ সময় ঝিনাইদহ বাসষ্ট্যান্ডপাড়া সামে মসজিদের পিছনে কানার আমবাগান থেকে চয়ন শেখ, মন্টু হালদার ও মোহাম্মদ আলীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল, ২০ পিচ ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে।