১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তিন ঘণ্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ সড়কে ঝরলো ২ জনের প্রাণ

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাংনী উপজেলার শহরের বাসিন্দা বুলু মন্ডল (৫৫) এবং উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ হোসেন (১৪)।

শুক্রবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামে ট্রাকের ধাক্কায় বুলু মন্ডল নিহত হন। এছাড়া একইদিন দুপুর ১টার দিকে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী সড়কের টেপুখালীর মাঠ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ মারা যান।

স্থানীয়রা জানান, বুলু মন্ডল গাংনীর চেংগাড়া বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোযাত্রী বুলু মন্ডল এবং এর চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বুলুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে স্কুলছাত্র সাঈদ দুপুরে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে সাহারবাটী গ্রামের দিকে যাচ্ছিলো। পথে সাহারবাটী গ্রামের টেপিখালী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হয়। পথচারীরা সাঈদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
এখন আলোচনায়

ভেড়ামারা বাসষ্ট্যান্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল হাসান পিপুল’র পথসভা অনুষ্ঠিত

তিন ঘণ্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ সড়কে ঝরলো ২ জনের প্রাণ

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাংনী উপজেলার শহরের বাসিন্দা বুলু মন্ডল (৫৫) এবং উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও গাংনী সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ হোসেন (১৪)।

শুক্রবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামে ট্রাকের ধাক্কায় বুলু মন্ডল নিহত হন। এছাড়া একইদিন দুপুর ১টার দিকে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটী সড়কের টেপুখালীর মাঠ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ মারা যান।

স্থানীয়রা জানান, বুলু মন্ডল গাংনীর চেংগাড়া বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে পশ্চিম মালসাদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোযাত্রী বুলু মন্ডল এবং এর চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বুলুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে স্কুলছাত্র সাঈদ দুপুরে নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে সাহারবাটী গ্রামের দিকে যাচ্ছিলো। পথে সাহারবাটী গ্রামের টেপিখালী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হয়। পথচারীরা সাঈদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।