০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর গাংনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

 

মেহেরপুরের গাংনীতে টেকসই তূলা উন্নুয়ন প্রকল্পের আওতায় (রিজনারটিভ এগ্রিকালচার প্রােগ্রাম) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩ টার দিকে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামের তালতলার মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
টিএমএসএস আইইএস সেক্টরের
বাস্তবায়নে প্রাইমার্ক কটন কনক্টের অর্থায়নে এবং তূলা উনয়ন বাের্ড এর সহযাোগিতায় তূলা ১৩০জন চাষির অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা
কটন ইউনিট অফিসার মাে: এরশাদুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহা ।

ফিল্ড এক্সিকিউটিভ মঈনুল ইসলাম কাজল এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হােসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ ,কুষ্টিয়া জােনের প্রধান তুূলা উনয়ন কর্মকর্তা শেখ আল মামুন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নাইমুর রহমান, কটন কনক্টের ফিল্ড এক্সিকিউটিভ আল আমিন, লিটন ও সাহানুর রহমান প্রমুখ।
এসময় তূলা চাষীদের মধ্যে কসবা গ্রামের শফিকুল ইসলাম, মহিষাখােলা গ্রামের লিহাজউদ্দীন তাদের অভিমত প্রকাশ করেন। আলােচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কয়েকটি তূলা ক্ষেত পরিদর্শন করেন।

Tag :
এখন আলোচনায়

ভেড়ামারা বাসষ্ট্যান্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল হাসান পিপুল’র পথসভা অনুষ্ঠিত

মেহেরপুর গাংনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

 

মেহেরপুরের গাংনীতে টেকসই তূলা উন্নুয়ন প্রকল্পের আওতায় (রিজনারটিভ এগ্রিকালচার প্রােগ্রাম) কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৩ টার দিকে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামের তালতলার মাঠে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
টিএমএসএস আইইএস সেক্টরের
বাস্তবায়নে প্রাইমার্ক কটন কনক্টের অর্থায়নে এবং তূলা উনয়ন বাের্ড এর সহযাোগিতায় তূলা ১৩০জন চাষির অংশগ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা
কটন ইউনিট অফিসার মাে: এরশাদুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহা ।

ফিল্ড এক্সিকিউটিভ মঈনুল ইসলাম কাজল এর সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হােসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ ,কুষ্টিয়া জােনের প্রধান তুূলা উনয়ন কর্মকর্তা শেখ আল মামুন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নাইমুর রহমান, কটন কনক্টের ফিল্ড এক্সিকিউটিভ আল আমিন, লিটন ও সাহানুর রহমান প্রমুখ।
এসময় তূলা চাষীদের মধ্যে কসবা গ্রামের শফিকুল ইসলাম, মহিষাখােলা গ্রামের লিহাজউদ্দীন তাদের অভিমত প্রকাশ করেন। আলােচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কয়েকটি তূলা ক্ষেত পরিদর্শন করেন।