বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১২:০০ অপরাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি:
করোনাকালীন অসহায় দুস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার ২৩ আগস্ট বেলা ১১টার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ৩০০ জন দুস্থ অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে চাল, ডাল, তৈল, আলু, চিনি, লবণ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেন।এসময় ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ সর্দারের সভাপতিত্বে সংগঠনের ঢাকা জেলার সভাপতি রোজালিন ফারহানা লাভলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত সুপার আশরাফুল ইসলাম ,অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাদেকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবির,অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল)মুমিনুল হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া সহ পুনাকর নেতৃবৃন্দ।
সাথী /আমাদের চুয়াডাঙ্গা