১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাপেও একপ্রান্ত আগলে রেখেছেন তাইজুল, ১৩২/৬ বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ২৪ Time View

ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের প্রথমদিনে গতকাল শ্রীলঙ্কাকে ২৮০ রানে অল আউট করেছিল বাংলাদেশ। তবে অলআউট করার পরও স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করতে পারেনি টাইগাররা, শেষবেলায় ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েছিল নাজমুল শান্তর দল, স্কোরবোর্ডে ওঠেছিল ৩২ রান। এরপর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা, আজ দিনের প্রথম সেশনেই হারিয়েছে আরও ৩ উইকেট। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে টাইগাররা, সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে আছে ১৪৮ রানের ব্যবধানে।

৩ উইকেট হারানোর পর গতকাল শেষবেলায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এ দুজন মিলেই আজ দ্বিতীয় দিনের সূচনা করেছেন। তবে ইনিংস বড় করতে পারেননি জয়। আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে ফিরতে হয়েছে তাঁকে। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ১২ রান করেন তিনি।

এদিকে জয় ফেরার পর ক্রিজে তাইজুলের সঙ্গি হয়েছেন শাদাত হোসেন দিপু। তবে তিনিও আজ চাপের মুখে দলের হাল ধরতে পারেননি। ৩০ রানের জুটি গ্রলেও বিদায় নিয়েছেন ব্যক্তিগত ১৮ রানে।

এদিকে দিপুর পর ক্রিজে আসেন লিটন দাস। তাইজুল ইসলামের সঙ্গে লঙ্কান বোলারদের ভালোই সামলেছেন তিনি। তবে ৪১ রানের জুটি গড়ে তিনিও ফিরেছেন কুমারার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে। এদিকে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে বিপর্যয় মোকাবেলা করছেন তাইজুল। ৭১ বল খেলে ৪১ রানে অপরাজিত আছেন তিনি।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আবারও অতি তীব্র তাপদাহ শুরু তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চাপেও একপ্রান্ত আগলে রেখেছেন তাইজুল, ১৩২/৬ বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

সিলেট টেস্টের প্রথমদিনে গতকাল শ্রীলঙ্কাকে ২৮০ রানে অল আউট করেছিল বাংলাদেশ। তবে অলআউট করার পরও স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করতে পারেনি টাইগাররা, শেষবেলায় ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েছিল নাজমুল শান্তর দল, স্কোরবোর্ডে ওঠেছিল ৩২ রান। এরপর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা, আজ দিনের প্রথম সেশনেই হারিয়েছে আরও ৩ উইকেট। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে টাইগাররা, সফরকারীদের চেয়ে এখনো পিছিয়ে আছে ১৪৮ রানের ব্যবধানে।

৩ উইকেট হারানোর পর গতকাল শেষবেলায় ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এ দুজন মিলেই আজ দ্বিতীয় দিনের সূচনা করেছেন। তবে ইনিংস বড় করতে পারেননি জয়। আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে ফিরতে হয়েছে তাঁকে। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ১২ রান করেন তিনি।

এদিকে জয় ফেরার পর ক্রিজে তাইজুলের সঙ্গি হয়েছেন শাদাত হোসেন দিপু। তবে তিনিও আজ চাপের মুখে দলের হাল ধরতে পারেননি। ৩০ রানের জুটি গ্রলেও বিদায় নিয়েছেন ব্যক্তিগত ১৮ রানে।

এদিকে দিপুর পর ক্রিজে আসেন লিটন দাস। তাইজুল ইসলামের সঙ্গে লঙ্কান বোলারদের ভালোই সামলেছেন তিনি। তবে ৪১ রানের জুটি গড়ে তিনিও ফিরেছেন কুমারার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে। এদিকে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপরপ্রান্তে বিপর্যয় মোকাবেলা করছেন তাইজুল। ৭১ বল খেলে ৪১ রানে অপরাজিত আছেন তিনি।