১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বেতন নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৩৩ Time View

ফাইল ছবি

দেশের আর্থিক সংকটের কথা চিন্তা করে সরকারি বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর। বলা হচ্ছে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতেও নির্দেশনা দেয়া হয়েছে। মূলত আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

পাকিস্তানে সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, পাকিস্তানের সদস্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভী প্রেসিডেন্ট হিসেবে মাসিক ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন নিতেন। ২০১৮ সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে দেয়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Tag :
এখন আলোচনায়

ভেড়ামারা বাসষ্ট্যান্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল হাসান পিপুল’র পথসভা অনুষ্ঠিত

বেতন নেবেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

আপডেট সময় : ১০:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

দেশের আর্থিক সংকটের কথা চিন্তা করে সরকারি বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর। বলা হচ্ছে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতেও নির্দেশনা দেয়া হয়েছে। মূলত আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

পাকিস্তানে সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, পাকিস্তানের সদস্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভী প্রেসিডেন্ট হিসেবে মাসিক ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন নিতেন। ২০১৮ সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে দেয়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন