০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে দলের খরচ কত হলো, জানতে চেয়েছে ইসি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৩৬ Time View

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছেন। নির্বাচনে ৯০ দিনের মধ্যে হিসাব দাখিলের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দেন এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে এ প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞাপিত বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪গগগ(১) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সূত্র: প্রতিদিনের সংবাদ

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আবারও অতি তীব্র তাপদাহ শুরু তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নির্বাচনে দলের খরচ কত হলো, জানতে চেয়েছে ইসি

আপডেট সময় : ১০:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছেন। নির্বাচনে ৯০ দিনের মধ্যে হিসাব দাখিলের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দেন এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে এ প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞাপিত বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪গগগ(১) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সূত্র: প্রতিদিনের সংবাদ