১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাউল সুকুমারের নতুন ‘মানব দেহ’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৫৫ Time View

ছবি: বাউল সুকুমায়

দেহতাত্ত্বিক গান ‘মানব দেহ’। খুব দ্রুত আসছে চ্যানেল এইচ এম-এর ব্যানারে। এইচ এম নিপুর কথা ও সুরে এবং অপু রায়হানের সংগীতে গানটি গেয়েছেন বাউল সুকুমায়। বগুড়ার চমৎকার লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান।

গানটি প্রসঙ্গে বাউল সুকুমার বলেন, ‘মানব দেহ’ এমন একটি গান যে গান আমাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে, আশাকরি সকলেই আমার এ গানটি পছন্দ করবে।

গানটির গীতিকার এবং সুরকার এইচ এম নিপু বলেন,আমাদের জীবন শুরু হয় মৃত্যুর জন্য; মৃত্যু চেতনা হীন কোন মানুষ পৃথিবীতে নেই। ‘এই মানব দেহ পঁচে-গলে সবই যাবে রসাতলে’ এই সত্য সবার, এই সত্য চিরন্তন।

মানব দেহ গানটির নির্মাতা শামীম আহসান বলেন, মৃত্যু অনিবার্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব দেহ এমন একটি গান যে গান মরণের কথা মনে করিয়ে দিবে।

Tag :
এখন আলোচনায়

ভেড়ামারা বাসষ্ট্যান্ডে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল হাসান পিপুল’র পথসভা অনুষ্ঠিত

বাউল সুকুমারের নতুন ‘মানব দেহ’

আপডেট সময় : ০২:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

দেহতাত্ত্বিক গান ‘মানব দেহ’। খুব দ্রুত আসছে চ্যানেল এইচ এম-এর ব্যানারে। এইচ এম নিপুর কথা ও সুরে এবং অপু রায়হানের সংগীতে গানটি গেয়েছেন বাউল সুকুমায়। বগুড়ার চমৎকার লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শামীম আহসান।

গানটি প্রসঙ্গে বাউল সুকুমার বলেন, ‘মানব দেহ’ এমন একটি গান যে গান আমাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে, আশাকরি সকলেই আমার এ গানটি পছন্দ করবে।

গানটির গীতিকার এবং সুরকার এইচ এম নিপু বলেন,আমাদের জীবন শুরু হয় মৃত্যুর জন্য; মৃত্যু চেতনা হীন কোন মানুষ পৃথিবীতে নেই। ‘এই মানব দেহ পঁচে-গলে সবই যাবে রসাতলে’ এই সত্য সবার, এই সত্য চিরন্তন।

মানব দেহ গানটির নির্মাতা শামীম আহসান বলেন, মৃত্যু অনিবার্য। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব দেহ এমন একটি গান যে গান মরণের কথা মনে করিয়ে দিবে।