বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন
গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে কােভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের উদ্বােধন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ভ্যাক্সিন প্রদান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম। অনুঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভ্যাক্সিন প্রদানের উদ্বােধন করেন মেহেরপুর -২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, জেলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ওসি বজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা প্রমুখ। প্রথম ধাপে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনােলােজিষ্ট আব্দুর রশীদকে ভ্যাক্সিন প্রদান করা হয়।