বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন
‘বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নাগরিক, স্বাস্থ্যকর্মীসহ করোনা যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন দাও; সরকারী-বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করো। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও’ এই স্লোগানকে সামনে রেখে (১৫ জানুয়ারী) সকাল ১১ টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাজাহান আলী সাজু, সঞ্চালক ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নবগঠিত বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরু-সাফা প্লাবন বলেন, সারা বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ জনগণের টাকা বিদেশে পাচার করে যে বেগমপাড়া তৈরী করেছেন জাতির সামনে তাদের নাম তালিকা প্রকাশ করতে হবে। বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দিতে হবে। সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং ছাত্র ছাত্রীদের বেতন ও ফি মওকুফ করতে হবে। আরো বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ অভি, সহ-সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ মায়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাইম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম শীল। সর্বশেষে রাজনীতির রহস্য পুরুষ মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাই গুরুতর অসুস্থ ওনার জন্য দেশবাসীর কাছে দো’আ কামনা করে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।