বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
আলমগীর কবির, দর্শনা থেকেঃ
দর্শনার বীর মুক্তিযোদ্ধা শ্রী কানাই লালের মৃত্যু রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । ১১ই জানুয়ারি দিনগত ভোর রাতে তার মৃত্যু হয়।সে দির্ঘদিনধরে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানাযায়। আজ ১১ জানুয়ারি বেলা ১২ টার সময় গার্ড অফ আনার প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনে একদল চৌকস পুলিশে দল।এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা ইনস্পেক্টর (তদন্ত)শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানা যুদ্ধকালীন কমন্ডার লিয়াকত আলী, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিল্লাল উদ্দিন, আছির উদ্দিন, দামুড়হুদা যাচাই-বাছাই কমিটি সচিব রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম সবুর, মহাসিন আলী,আব্দুল বারেক, রেজাউল করিম,আবদুল হান্নান সি আই সি, রেজাউল করিম, আব্দুল হান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি সাংবাদিক ইয়াসির আরাফাত মিলন, বীর মুক্তিযোদ্ধা সন্তান ইকবাল রেজা,সাংবাদিক জাহাঙ্গীর আলম, আলমগীর কবির প্রমুখ।।