বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত বেশ ক’একজনকে ৪ হাজার ৩ শ’ টাকা জরিমানা করেছে। মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা গেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব রোধে আলমডাঙ্গায় প্রশাসন সচেতনতা সৃষ্টির লক্ষে অভিযান অব্যাহত রেখেছেন। (২০ ডিসেম্বর) রোববার বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর নেতৃত্বে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করে রাস্তায় চলাচল করায় ও লাইসেন্স বিহিন মোটরসাইকেল চালানোর দায়ে মাস্ক পরিধান নিশ্চিতকরন, মাস্ক পরিধান না করে রাস্তায় চলাফেরার অপরাধ এবং লাইসেন্স বিহীন মোটরবাইক চালানোর অপরাধে ১০ জনকে ৪ হাজার ৩ শ’ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন একদল পুলিশ ফোর্স।