সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: খাওয়ার সময় হঠাৎ গলায় খাবার আটকে যায় ১৮ মাস বয়সী এক শিশুকন্যার। এর অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। কিন্তু চোখের সামনে সন্তানের এ মৃত্যু মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন ওই শিশুর বাবা-মা।
বৃহস্পতিবার (৩০ জুন) আটপড়ির রাজেওয়াড়ি গ্রামের একটি মন্দিরের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় করণ হেঙ্গড়ে (২৮) এবং শীতল হেঙ্গড়ের (২২) দেহ পাওয়া যায়। শুক্রবার (১ জুলাই) এ তথ্য জানায় স্থানীয় পুলিশ। খবর এনডিটিভির।
আটপড়ি পুলিশের কর্মকর্তারা জানান, গলায় খাবার আটকে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২৬ জুন) করণ-শীতল দম্পতির ১৮ মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের একমাত্র সন্তানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মা-বাবা।
আরও পড়ুন: মহারাষ্ট্রে একই পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’
পুলিশ জানায়, মন্দিরের কাছে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। যাতে ওই দম্পতি লিখেছেন, ‘আমরা আমাদের মেয়ের কাছে চলে যাচ্ছি’।
এ ঘটনায় আটপড়ি থানায় আত্মহত্যার মামলা করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।