বুধবার, ১০ অগাস্ট ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইমরান হোসেন (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মন্ডল পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন একই এলাকার মজিদ আলীর ছেলে। আটককৃত ইমরান হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, শনিবার বেলা ৫ টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে।
আটককৃত ইমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছেন