বুধবার, ০৬ Jul ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ন
প্যাথলজিস্ট না থাকায় চুয়াডাঙ্গার ইসলামী হাসপাতালের প্যাথলজিস্ট বিভাগকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় গড়ে উঠেছে ইসলামী হাসপাতাল। সেখানে একটি প্যাথলজি আছে। ওই প্যাথলজি বিভাগে দীর্ঘদিন ধরে নেই কোন টেকনিশিয়ান। মঙ্গলবার গোপণ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। তারই ভিত্তিতে ওই প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভষ্যিতে এ ধরনের কাজ না করার জন্য তাদেরকে শতর্ক করা হয়।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সদর থানা পুলিশের একটি টিম।