বুধবার, ০৬ Jul ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় আমিন নামের এক মাদকসেবির কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ আটক করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত অমিত (২০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগলফার্ম পাড়ার অহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ছাগল ফার্মের পিছন থেকে ৩০ গ্রাম গাঁজাসহ অমিতকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অমিতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত অমিতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আহসান আলম/এ.এইচ