বুধবার, ০৬ Jul ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় অবৈধভাবে চোখের চিকিৎসা দেওয়ার অভিযোগে সামসুর রহমান নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও তার চক্ষু চিকিৎসার ক্লিনিক সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় অবস্থিত চক্ষু সেবা কেন্দ্রে
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । সেখানে গিয়ে দেখা যায় ভারত থেকে প্রাপ্ত কথিত অল্টারনেটিভ মেডিসিন ডিগ্রীধারি সামসুর রহমান রোগীদের জটিল চোখের রোগের চিকিৎসা করছেন । দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিজের নামের পূর্বে ব্যবহার করে আসছেন ডাক্তার পদবী । চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তা ভ্রাম্যমান আদালতকে দেখাতে ব্যর্থ হন সামসুর রহমান । পরে দোষ স্বীকার করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা সেই সাথে উক্ত প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয় । অভিযুক্ত সামসুর রহমান বছর পাঁচেক আগে একবার ভ্রাম্যমান আদালতে একই অপরাধে দন্ডিত হয়ে জেল হাজতে গিয়েছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক জুনায়েত।
নিরাপত্তার দ্বায়িত্ব ছিলো সদর থানা পুলিশের একটি টিম।