সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর এবং গাংনী উপজেলার ধানখোলা ষোলটাকা কাজীপুর এবং রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। এবং গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসাইন এবং রায়পুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম গোলাম সাকলায়েন সেতু শপথ গ্রহণ করেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান নবনির্বাচিত ৬ জন চেয়ারম্যান কে শপথ বাক্য পাঠ করান। এ সময় সেখানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান,ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। শপথ শেষে জেলা প্রশাসক বলেন আপনারা অধিকতর জনপ্রিয় ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনারা নির্বাচনের পূর্বে মানুষের সেবা করার জন্য যেসকল ওয়াদা করেছিলেন আপনারা চেষ্টা করবেন সেই সকল ওয়াদা পূরণ করার।