সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
নকশাল আন্দোলন নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক সায়ন্তনী মুখার্জি। এতে চারু মজুমদার চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ী। জয়াকে লীলা মজুমদারের চরিত্রে দেখা যাবে। আরও সঙ্গী হয়েছেন চঞ্চল চৌধুরী। চারুর ‘ছায়া সঙ্গী’ হিসেবে দেখা যাবে চঞ্চলকে।
এ ওয়েব সিরিজের পটভূমি ১৯৬৭ সালের নকশাল আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় নির্মিত হবে এই সিরিজ।
জয়া আহসান প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জয়া এর আগে বলেছিলেন, জাতীয় পর্যায়ে তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের কথা বলতেই তিনি রাজি হন।’ কিছুদিন পরই মুক্তি পাবে এই নির্মাতার নতুন সিনেমা ‘ঝরা পালক’। জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।