বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৫৩ পূর্বাহ্ন
দেড়শ বছরের বেশী পুরোনো সাতটি আইন বাতিলের সুপারিশ করেছে আইন কমিশন। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
তিনি বলেছেন, এই আইনগুলো অনেক পুরোনো। এগুলো কোনো কাজে আসছে না। যেহেতু কোনো কার্যকারিতা নেই, তাই বাতিলের সুপারিশ করা হয়েছে।
যেসব আইন বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো- দ্যা পাবলিক সার্ভেন্টস (ইনকোয়ারিস) অ্যাক্ট, ১৮৫০, দ্যা টোলস অ্যাক্ট, ১৮৫১, দ্যা ক্যানালস অ্যাক্ট, ১৮৬৪, দ্যা অ্যাক্টিং জাজেস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা অ্যালুভিয়ন (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৮৬৮, দ্যা সারায়িস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা পেনশনস অ্যাক্ট, ১৮৭১।
২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশ কোডের প্রথম ভলিউমে এই আইনগুলো স্থান পেয়েছে। সেই ভলিউমে স্থান পাওয়া ২৪টি আইনের মধ্যে ৭টি আইন বাতিলের সুপারিশ করা হলো।