সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৮:১৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ (সলঙ্গা) প্রতিনিধি:
আগামি ২৭শে ডিসেম্বর ১৩ইং পৌষ ১৪২৮শে বাংলা রোজ আগামীকাল সোমবার সময় বাদ আসর হতে সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউপি ২নং ওয়ার্ড আমশড়া গ্রামে যবুসমাজের উদ্দ্যোগে প্রভাষক সাইফুল ইসলামের বাড়ি সংলগ্ন মাঠ ময়দানে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ৷
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সিরাজগঞ্জ সলঙ্গার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ ধর্মের বিশুদ্ধ আলোচনা শুনতে জড়ো হবে ইশল্লাহ। ওহির বিধান এবং নবী (সাঃ) এর আদর্শে নিজেদের রাঙানো এবং আত্মার পরিশুদ্ধির লক্ষে এ মাহফিলের চাহিদা রয়েছে সর্বমহলেই।
মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, মাহফিলে আগত ধর্ম প্রাণ মুসলিম নর – নারীদের অবস্থান নিতে, সহজতার সাথে মাহফিল শ্রবণে যাতে কোনো ধরণের কষ্ট না হয় সেদিকে বিশেষ লক্ষ রাখবে কর্তৃপক্ষ। মেহমানদের সবধরনের সুবিধা ও সহায়তা প্রদানে কর্তৃপক্ষ বরাবরের মতই আন্তরিক। প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল সফল করার লক্ষ্যে সকলের সহায়তা কামনা করেন তারা।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করিবেন সাবেক প্রধান শিক্ষক নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব শামসুল হক মাষ্টার, প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন, ড.মুহাম্মাদ আব্দুল হালিম শিক্ষক, আল মারকাযুল ইসলামী আস – সালফিয়া মাদ্রাসা, দ্বিয়ীয় বক্তা ড.আলহাজ্ব মুহাম্মাদ সামাদ, প্রফেসর আন্তর্জাতিক মানারত বিশ্ববিদ্যালয় ঢাকা,সেক্রেটারি ইসলামি ব্যাংক, খতিব বাদশা ফয়সাল জা’মে মসজিদ ঢাকা ও সভাপতি আমশড়া বাজার জামে’ মসজিদ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে এলাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এতে সকলের উপস্থিতি বিশেষভাবে কামনা করা হয়।
উক্ত মাহফিলে মাস্ক পরিহিত অবস্থায় দলে দলে যোগদান করে নিজ নিজ মৃত মাতা – পিতার রুহের মাগরাত কামনা করুন।
বিঃদ্রঃ মহিলাদের জন্য পর্দারসহিত বসে স্যাটেলাইট এর মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার সু-ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। মাহফিল শেষে বিরানির ব্যবস্থা আছে। মাহফিলে কোন টাকা পয়সা কালেকশন করা হবে না।আমাদের চুয়াডাঙ্গা/ফারুক আহমেদ