বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৩০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুরঃ
মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফিলু(৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পুরোন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফিলু মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,ফিলু বাইসাইকেল যোগে মাঠে থেকে ঘাস নিয়ে বাড়িতে ফেরার পথে পুরোন্দপুর বাজার এলাকায়,মেহেরপুর থেকে ছেড়ে-আসা দ্রুতগামী একটি অ্যাপাচি আরটিআর ১৬০সিসির 4v মোটরসাইকেল সজোরে,ফিলুর বাইসাইকেলকে ধাক্কা দিলে,ফিলু পাকা রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা ফিলুকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান,পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি ।লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।