বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:২৩ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলার দামুড়হুদা উপজেলার ৪ টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা নির্বাচন কমিশনার তারেক আহমেমদ ও জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ অন্যন্যরা।অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন দামুড়হুদা উপজেলায় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়নের সোহরাব হোসেন, কুড়ুলগাছী ইউনিয়নের কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আব্দুল করিম বিশ্বাস ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মিল্টন মোল্লা।
উল্লেখ্য, গেল ১১ নভেম্বর দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন ও জীবননগর উপজেলার ১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।