সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন
হাদিসে এসেছে কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তখন ফেরেশতারা তার জন্যও সেই একই দোয়া করে (সহীহ মুসলিম ২৭৩২)।
শুধু তাই নয় আমরা কিছু মুহুর্তের মধ্যেই আমাদের আমলনামার সওয়াবের দিকটা ভারী করতে পারি মুমিন ব্যক্তিদের মাগফেরাতের জন্য দোয়া করে।
কারণ রাসূল ( সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীর জন্য ক্ষমার প্রার্থনা করবে, আল্লাহ তায়ালা তাকে প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারীর ক্ষমা প্রার্থনার বিনিময়ে একটি করে নেকি লিখে দেবেন। (সিলসিলা সহিহাহ: ৬০২৬)
প্রশ্ন হলো, কীভাবে সব মুসলমানের জন্য দোয়া করব? পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-এর জবানে সব মুসলমানের জন্য দোয়া করার একটি নমুনা বর্ণনা করা হয়েছে।
সেখানে আছে:
আরবি উচ্চারণ: رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ: রব্বানাগ-ফিরলী ওয়ালি ওয়ালি-দাইয়্যা ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিছা-ব।
অর্থ: হে আমাদের রব! আমাকে, আমার মাতা-পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন, যেদিন হিসাব কায়েম করা হবে। (সুরা: ইবরাহিম, আয়াত : ৪১)
কাজেই কোরআনে বর্ণিত এই দোয়ার আলোকে আগের-পরের সব মুসলমানের জন্য দোয়া করা যায়। সূত্র: ডেইলি বাংলাদেশ