সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিসংতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল শিকদার (৬০) একই গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই অহিদুল শিকদার বলেন, দুই দিন ধরে মুনসুরাবাদ গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য আলম মেম্বার ও পরাজিত বাবর আলী মেম্বারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। গতকাল মঙ্গলবার সংঘর্ষে ২০ থেকে ৩০ জন আহত হন।
অহিদুল আরও বলেন, ‘আমার ভাই দুলাল শিকদার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় আলম মেম্বারের সমর্থক সরো মাতুব্বর ও তার ছেলেরা তাকে কিল-ঘুষি ও লাথি দিলে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। আমার ভাই পরাজিত বাবর আলী মেম্বারের কর্মী হওয়ায় তার ওপর এই হামলা চালানো হয়েছে।’
নিহত দুলাল শিকদার তার কর্মী বলে স্বীকার করেছেন পরাজিত মেম্বার বাবর আলী। এ বিষয়ে নবনির্বাচিত আলম মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
ভাঙ্গা উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. সেতু বলেন, দুলাল শিকদার নামে একজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, গতকাল (মঙ্গলবার) দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষ থানায় মীমাংসার কথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, দুলাল শিকদার নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।