বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৪৭ পূর্বাহ্ন
আগামী ২২ ডিসেম্বর থেকে ৯ দিন সারাদেশের জেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত হয়।
ফখরুল বলেন, সারাদেশে বিক্ষোভের জন্য দলের কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সকল জেলায় ২২ ডিসেম্বর থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন।
বিএনপি মহাসচিবের দাবি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সমস্ত প্যারামিটারগুলো নিচের দিকে।