বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০২:৪৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জনের প্রাণহানির খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ ও সিএনএন। খবরে বলা হয়, টর্নেডোর আঘাতে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
টর্নেডোর আঘাতে অনেক বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোর আঘাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএলকেওয়াইকে বেসিয়ার বলেছেন, আমাদের কাছে টর্নেডোতে ৫০ জনের প্রাণহানির তথ্য আছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।