বুধবার, ০৬ Jul ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ন
মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত হলহলিয়া গেলানি ছড়ায় রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে বালু মহালে ছড়াটির সামনে হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় খুঁটি পুঁতে বন্ধ করে দিল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২১) ইং বিকাল সারে ৪ ঘটিকায় হলহলিয়া বালু মহালের প্রবেশ পথে খুটি গেড়ে বন্ধ করেছেন!
উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায় এইসব খুটি সরিয়ে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও নিয়মিত মামলা দায়ের সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারী রাজস্ব ফাকি দিয়ে একটি কুচক্রী মহল প্রতি দিন রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে এমন খবরে জেলা প্রশাসক এর নির্দেশনায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।