সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ৫০বছরে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর এর নেতৃত্ব ও নির্দেশনায়, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম উপজেলা এর সার্বিক তত্বাবধানে ৫০টি জাতীয় পতাকা হাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০ জন সদস্য-সদস্যার অংশগ্রহণে ৫০ মিনিটের একটি বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০১ ডিসেম্বর) সকাল ঠিক ১০টায় বাংলাদেশের সর্ববৃহৎ এই বাহিনীর ৫০মিনিটের শোভাযাত্রাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও প্রদক্ষিণ করে ঠিক ১০টা ৫০মিনিটে আবার কার্যালয়ে ফিরে আসে।চুয়াডাঙ্গাআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর নেতৃত্বে সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে শোভাযাত্রায় সার্কেল অ্যাডজুটান্ট সাইফুল ইসলাম সহ জেলার ৪ টি উপজেলার উপজেলা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই শোভাযাত্রা পালিত হয় বলে জানান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর ।
এসময় জেলা কমান্ড্যান্ট তরফদার আলমগীর বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সচেষ্ট ভুমিকা পালন করেছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আনসার সদস্যদের আত্মোৎসর্গের মত গৌরবজ্জল ইতিহাসের সাক্ষি হয়ে আছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিররলস ভাবে কাজ করে যাচ্ছে ও যাবে।