বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০১:৪৩ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা সন্তান মাসুদ বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র প্রধান কর্মকর্তা (ডেপুটি গভর্নর পদমর্যাদা) পদে যোগদান করেছেন।
মাসুদ বিশ্বাস, ১৯৬৩ খ্রিস্টাব্দে ১৮ জানুয়ারী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জব্বার ও মাতার নাম মনোয়ারা বেগম। ব্যবস্থপনা বিষয়ে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ১৯৮৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে প্রথম চাকুরীতে যোগদান করেন। অতপর তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম, বাংলাদেশ ব্যাংক বগুড়া’র নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সচিব, বাংলাদেশ ব্যাংক’র মহাব্যবস্থাপক, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড’র পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, চিন, ফিলিপাইন, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, নেপাল, ভুটান, মালায়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে তিনি সফরে গেছেন।
ব্যক্তিগত জীবনে একপুত্র ও এক কন্যার জনক। তার স্ত্রী একজন সফল গৃহিনী।