বুধবার, ১০ অগাস্ট ২০২২, ০২:১৭ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় নাজিমউদ্দিন নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে নিজ পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের দায়ের করা মামলায় তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত নাজিমউদ্দিন বিশ্বাস (৬৯) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেকআলী মল্লিকপাড়ার বাসিন্দা। তাকে আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন পিপিএম (বার) বলেন, নাজিমউদ্দীন বিশ্বাস ভিকটিমের শ্বশুর। সোমবার সকালে ভিকটিম রান্নাঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। এসময় তার শ্বশুর নাজিমউদ্দিন বিশ্বাস পিছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় পুত্রবধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং শ্বশুরকে আটক করেন।’
ভিকটিম জানান, তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কু-রুচিপূর্ন, অশ্লীল কথাবার্তাসহ কু-প্রস্তাব দিয়ে তাকে আসছিলেন। বিষয়টি শ্বাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। এ ঘটনায় পুত্রবধু বাদি হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকালই তাকে আদালতে পাঠানো হয়েছে।