সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদ আয়োজিত ৩ দিনের বাৎসরিক বাউল লোকজ ও গুরুজি আফতাব শাহ্,র মৃত্যু দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়েছে ।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর লালন সংগীত শিল্পী সমীর বাউল ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউলের যৌথ নাচ ও লালন গানে দর্শক মাতিয়ে তোলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা ও অনুষ্ঠান উদ্বোধন করেন দর্শনা থানার ওসি ( অপারেশন )মো আবু সাইদ । অতিথি মহেশপুর প্রেসক্লাবের সভাপতি মো আব্দুর রহমান ও শুক্রবার প্রধান অতিথি ছিলেন দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, কেরু চিনিকলের মহা ব্যবস্থাপক( প্রশাসন)শেখ শাহাবুদ্দীন , যুগান্তর পত্রিকার ও মাই টিভি,র প্রতিনিধি ইকরামুল হক পিপুল, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ রাজু, অনলাইন পোর্টাল গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক/ প্রকাশক জাহাঙ্গীর আলম।গুরুজি আফতাব শাহ র ২২তম মৃত্যু দিবস ও বাউল পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণানুষ্ঠান উপলক্ষে পরিষদ চত্বরে একটি মিনি মেলা বসেছিল ।বিভিন্ন অঞ্চল থেকে সাধু বাউল ফকির ভক্ত বৃন্দ ও শুভাকাংখিরা জমায়েত হতে থাকে ।বছরে একবার মা মাটি মানুষের এ অনুষ্ঠান দেখতে প্রায় ৮\১০ গ্রামের মা বাবারা তাদের মেয়ে জামাই দিন করে শোয়ারি নিয়ে আসে । মেলায় নাগরদোলা, মাটির তৈরি জিসপত্র, বাশি গাড়ি খেলনা ও মিষ্টি সামগ্রীর দোকান বসেছিল ।সকল ধর্মের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি বেশ প্রানবন্ত হয়ে উঠে । দর্শনা থানার ওসি মো লুৎফর কবিরের নির্দেশে পুলিশের দুইটি মোবাইল টিম সর্বক্ষণিক ও বিজিবির দুটি টহলদল দায়িত্ব পালন করেন । দিনের বেলাতে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও রাতে লালন বাউল ভাব বিচ্ছেদ ও পালাগান শোনার জন্য পরিষদ চত্বরে নারী পুরুষ সহ সব বয়সী মানুষের ঢল নামে, মেলামাঠ কানায় কানায় পুর্ণ হয়ে, যেন জন সমুদ্রে পরিনত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকাশ বিশ্বাস, আরিফুজ্জামান লিটন ও আশরাফুজ্জামান বেল্টু ।