বুধবার, ০৬ Jul ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় গানে ও অভিনয়ে নতুন নতুন জুটির অর্বিভাব হচ্ছে প্রতিনিয়ত । এরই মধ্যে চুয়াডাঙ্গায় নতুন করে জুটি বাঁধলেন মাসুদ রানা ও স্যৌরমিলা খাতুন। জুটি বেঁধে তারা গানের মডেলিংয়ে অভিনয় করছেন। এরইমধ্যে প্রথম গান প্রকাশ হয়েছে ১৭ অক্টোবর রোববার।
গানটির লেখক, কথা ও মডেলিং এর পুরোপুরি পার্টি ধাঁচের কোরিওগ্রাফি করেছেন অ্যাডভোকেট মানি খন্দকার। বার্ধ্যযন্ত্রের সাথে সুর ও তাল মিলিয়ে গানটি গেয়েছেন কন্ঠ শিল্পি মামপি। কন্ঠ শিল্পি মামপি বাড়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায়।
গানটি ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকের মন্তব্য ছিল এমন, শান্ত ও নবাগত হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকজন লিখেছেন, নতুন হিসেবে অনেক ভালো হয়েছে। সামনেতে আরও অনেক ভালো করতে হবে। বেস্ট অব লাক শান্ত।
এছাড়া অনেকেই অ্যাডভোকেট মানি খন্দকারের লেখা গানটির প্রশংসা করেছেন। এছাড়াও আরও ক’একটি গান অতি শিঘ্রই প্রকাশ পাবে বলে জানা গেছে।
ভিডিও দেখুন