বুধবার, ০৬ Jul ২০২২, ০৩:৩৮ পূর্বাহ্ন
——রূপা বাড়ৈ——
দেহ মন বড়ই অচল, ক্লান্ত দুপুরে পা চলে না সম্মুখ পথে
সবকিছু যেনো সময়ের সাথে দুমড়ে মুচড়ে ভেসে যাচ্ছে,
কেনো এমন হচ্ছে বুঝতে পারি না, কি এমন কষ্ট এসেছে
জীবনের সাথে কষ্ট ভেলা যেন ধীরেধীরে জড়িয়ে পড়েছে।নানা ধরনের প্রশ্ন এসে অন্তর গহীন জুড়ে ঘিরে ধরেছে
হয়তো কোনো দুঃখ ভেলা নতুন ঘাটে এসে হানা দিয়েছে,
মা-বাবা, শৈশবের মধুর স্মৃতির কথা বার বার মনে পড়ছে
ফেলে আসা খেলার সাথীদের স্মৃতিময় কথা মনে পড়ছে।সোহাগের হাতছানি দিয়ে দুঃখ বন্ধু যেন ডাকছে নজর কেড়ে
কষ্টময় ভাবনায় সেই ইশারা হাড়েহাড়ে টের পাই মনের মাঝে,
একটু বিশ্রাম খুব প্রয়োজন, মনে হয় দুঃখের সাথে ঘুরেঘুরে।আশেপাশে তাকাতেই দেখি অতীত স্মৃতির ভীর জমে গেছে
কোথাও নেই সুখের দেখা দুঃখ আর দুঃখ শুধু হৃদয় মাঝে
মনে হয় যেনো অট্টালিকার মাঝে সব সুখ আটকা পড়েছে।তীক্ষ্ণ দৃষ্টি ফেলে খুঁজে পেয়েছি একটুখানি নিরব নির্জনতা
হাজার মানুষের ভীড়েও খালি ছিলো ঐ পছন্দের জায়গাটা
সেখানেই নিরিনিলি বসে পড়েছি এদিকে সেদিকে তাকিয়ে
আবর্জনা আর ধুলোয় পূর্ণ ছিলো, নিয়েছি পরিস্কার করে।ক্লান্ত সেই ক্ষণে নিরালায় বসেছি স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলে
বসে বসে ভেবেছি ফেলে আসা সেই সুখের দিনের স্মৃতি কথা
ক্লান্ত মনের দুঃখগুলো আরো বেড়ে দ্বিগুণ হয়েছে কষ্ট মেখে
মনে হয়েছে, সময়ের টানে অনেক কিছু ফিরে আসতে পারে
অবশেষে দেখি নিস্তেজ বসে আছি তপ্ত সূর্য কিরণ মেখে।