বুধবার, ০৬ Jul ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ন
যখন খুব বেশি ডিপ্রেশনে ছিলাম, তখনও মানুষটি আমায় খুশি রাখতে আমি যা বলতাম সব মেনে নিতো আর আত্নবিশ্বাস দিয়ে বলেছিলো, ” সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো”।
যখন খুব বেশি অসুস্থ ছিলাম, আশে পাশের কাউকে ভালো লাগতো না। ঠিক তখনও মানুষটির উপর আমি সব রাগ ঝাড়তাম কিন্তু তবুও মানুষটি বলেছিলো, ” কিচ্ছু হবে না। সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো “।
যখন সবাই কে বিরক্তিকর লাগতো। এমন কি বাসার সবাই কেও। ঠিক তখনও মানুষটি বলেছিলো, ” এইসব পাগলামী ঠিক না। সব ঠিক হয়ে যাবে। আর আমি আছি তো “।
যখন একা একা সারা দিন সময় কাটাতাম। লাইফটাকেই বোরিং লাগতো। ঠিক তখনও মানুষটি আমায় খুশি রাখতো সারা দিন আমায় সময় দিতো, গল্প করতো আর বলতো, ” সব ঠিক হয়ে যাবে” ।
সত্যি জীবনের খারাপ সময় গুলোতে খুব কম মানুষই এসে হাতটি শক্ত করে ধরে আর বলে, ” আমি আছি তো “। এই মানুষ গুলো নিজেরাই জানে না যে, ওনারা কতো ভালো । ওনাদের কারণে আর একটা মানুষের মুখে হাসি ফুটে নতুন করে সব কিছু শুরু করার আশা পায় !!
কোটি মানুষের ভীড়ে ভাগ্যবান তারাই যাদের খারাপ সময়ে এই মানুষ গুলো পাশে থাকে ।
সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা ওই মানুষ গুলোর প্রতি যারা হাজারও বিপদে প্রিয় মানুষটির হাতটি ছেড়ে দেয় না !! সাথে কদম ফুলের শুভেচ্ছা !!
ইয়াসির আরাফাত মিলন
সাংবাদিক ও কলামিস্ট
রামপুরা, বনশ্রী-ঢাকা।