শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:২১ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় পৌঁছেছে।
বুধবার ০৭ এপ্রিল সকাল ১০টায় টিকাবাহী গাড়ী চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। বৃহস্পতিবার ০৪ এপ্রিল সকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বেক্সিমকোর ওষুধ কারখানায় থেকে টিকার দ্বিতীয় ডোজ বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌঁছায়। সেখান থেকে সাড়ে ১০টায় টিকাবাহী গাড়ী চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, দ্বিতীয় ধাপে ৩ হাজার ৯০০ ভায়াল টিকা পাঠানো হয়েছে। এই টিকা ৩৯ হাজার জনকে দেওয়া হবে। যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তাদেরকে বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে টিকা। এসময় বেক্সিমকো কোম্পানির কুষ্টিয়া ডিপো ইনচার্জ আবির হোসেনসহ চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী করোনাভাইরাস টিকার প্রথম ডোজ চুয়াডাঙ্গায় পৌঁছায়। ফেব্রুয়ারী মাসের ৬ তারিখ প্রথম ডোজ দেয়া শুরু হয়। এ পর্যন্ত প্রায় ৫৭ হাজার জনকে ওই টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। প্রথম ডোজের ৭০ ভাগ টিকা দ্বিতীয় ধাপে পাঠানো হয়েছে। পুরো জেলায় করোনাভাইরাসের টিকাদান নিয়ে কাজ করবে স্বাস্থ্য বিভাগের ৫০টি দল।
আহসান আলম/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.