শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:২০ অপরাহ্ন
কার্পাসডাঙ্গা (দামুড়হুদা) প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ইন্দ্রজিৎ ওরফে বুদো বিশ্বাসের ছেলে নিখিল বিশ্বাসের সাথে বিবাহ হয় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মিশনপাড়ার সুদাংশ দফাদারের কন্যা শিল্পীর সাথে। বিবাহের পর তাদের কোল জুড়ে আসে একটি সন্তান। শিল্পীর দাবী বিয়ের পর থেকেই স্বামী নিখিলসহ তার পরিবারের লোকজন তাকে নানান ভাবে অত্যাচার করতে থাকে। এক সময় তাকে ডিভোর্স ও দেয়। পরবর্তীতে আবারো তাকে আপোষ মিমাংসার মাধ্যমে বিয়ে করে। তার কিছুদিন না যেতেই আবারো শিল্পীর উপর নেমে আসে অত্যাচারের খড়গ। গত ২ মাস আগে আবার শিল্পীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় নিখিল এমনটাই দাবী তার। শিল্পী গত শনিবার সন্ধ্যায় নিখিলের বাড়ী আসছে এমন খবর পেয়ে নিখিল ঘরে তালা মেরে বাইরে সটকে পড়ে। শিল্পী নিখিলের বাড়ী এসে ঘরে তালা মারা দেখে সারারাত বসে থাকে ঘরের বাইরের সিঁড়িতে। গতকাল রোববার ও সে স্ত্রীর দাবী নিয়ে নিখিলের বাড়ির উঠানেই অবস্থান করছিলো।
এ বিষয়ে একটি পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে এ ঘটনার মূল নায়ক অভিযুক্ত স্বামী নিখিল বিশ্বাস নিজেকে বাঁচাতে তার এক নিকটাত্মীয়কে দিয়ে বিভিন্ন মহলে দৌঁড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।
গোপন একটি সুত্রে জানা গেছে, নিখিল বিশ্বাস ঢাকায় সরকারী চাকুরিজীবি এক মেয়েকে বিয়ে করার জন্য তার স্ত্রীকে নিয়ে এমন ছিনিমিনি খেলছে। এ বিষয়ে নিখিল বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সে এলাকার বাইরে অবস্থান করায় তা আর সম্ভব হয় নি।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.