সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর :
মেহেরপুরের হিজুলি গ্রামের কৃষক নুর ইসলাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ২২ মার্চ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- হিজুলী গ্রামের মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলাম। রায় ঘোষণার সময় সাগর ও মোহাম্মদ হক আদালত উপস্থিত থাকলেও আলফাজ, হামিদুল ও সোনা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের নুর ইসলামকে নির্মমভাবে খুন করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদী হয়ে ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪, জি আর কেস নং ১২৩/১০, সেশন কেস নং ৬২/১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল প্রাথমিক তদন্ত শেষে আদালতে সাগর, মোহাম্মদ হক, মোহাম্মদ সোনা, আলফাজ উদ্দিন, ও হামিদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য আদালত ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডেরর আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামীপক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন মামলা পরিচালনা করেন।
কামাল হোসেন খাঁন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.