শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে জেলা পুলিশের উদ্দ্যোগে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২২ মার্চ সোমবার বেলা ১২টায় হাসপাতাল সড়কে জনসচেতনতা সৃষ্টি করতে জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানানো হয়। সেই সাথে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমন থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বাজারে আসা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। জনসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশের নির্দেশে আমরা জীবননগরের রাস্তায় চলাচল কারী পথচারিদের মাস্ক ব্যবহারে প্রচারাভিযান চালাচ্ছি। সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। যদি কেউ স্বাস্থ্য বিধি নামানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কেজেচ /এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.