সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে নানান আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২১ মার্চ রোববার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।
প্রেসক্লাবের সভাপতি এমএ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।
এছাড়াও অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান ও সাংবাদিক রুহুল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজীব হাসান। স্বাগত বক্তব্য রাখেন বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি অরিত্র কুন্ডুু।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। বাংলা ৭১ পত্রিকা সাহসি ও বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের মধ্যে আলোচিত হয়েছে। তিনি বাংলা ৭১ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
আনোয়ার হোসেন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.