সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দেশব্যাপী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জীবননগর থানা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মানতে শহরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ২১ মার্চ রোববার বিকেল ৫টার সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা শহরের বাসষ্ট্যান্ড মোড়ে প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানানো হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই সাথে সকলকে মাস্ক ব্যবহার করে করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে হবে। স্বাস্থ্য আত্মসচেতনতাই পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করে হয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.