বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:১২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর:
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
১৭ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে ১শ পাউন্ডের কেক কাটেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও অতিথিরা। এর আগে জেলা যুবলীগের উদ্যোগে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমূখ।
কামাল হোসেন খাঁন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.