শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:১০ অপরাহ্ন
জন্মেছিলেন মহামানব এক
বীর সেনানী হয়ে,
পরাধীন এই জাতিকে তিনি
ভাসিয়ে দিলেন জয়ে।
তাঁহার চোখে স্বপ্ন তিনি
দেখে ছিলেনই বটে,
খেসারত দিয়ে অর্ধেক জীবন
জেলেই তাঁহার কাটে।
তবুও থেমে যাননি তিনি
ছিলেননা তো চুপ,
জেলে বসেই এঁকেছিলেন
স্বাধীন দেশের রুপ।
বাংলা হবে রাষ্ট্র ভাষার
আলাদা এক দেশ,
উর্দু ভাষার খট-খটানি
করতে হবে শেষ।
বজ্রকন্ঠে দিলেন তিনি
স্বাধীনতার ডাক,
এক ডাকেই গোটা বিশ্বে
লেগেছিলো তাক।
একটি আঙুল উঠিয়ে যখন
দিলেন অমোঘ বাণী,
এক বাণীতে শত্রু দলের
ঢুঁকলো কানে পানি।
সেই ডাকেই ন’মাস পরে
পরাধীনতার শেষ,
নতুন রঙে পতাকা এলো
নামটি বাংলাদেশ।
যার জন্ম না হলে এই
দেশ ই হতো না,
বাংলাদেশী পরিচয় আজ
জাতি পেতো না।
সকল ত্যাগের বিনিময়ে
বঙ্গবন্ধু নামে,
অপরিসীম শ্রদ্ধা তিনি
কুড়িয়েছিলেন ধামে।
তিনি হলেন জাতির পিতা
শেখ মুজিবুর রহমান,
চীর অম্লান অক্ষত নাম
পৃথিবীতে বহমান।।
বাংলাদেশ নামখানি আজ
বিশ্বের বিস্ময়,
বঙ্গবন্ধু শেখ মুজিব
জয় বাংলার জয়।
জন্মদিনে কি আর দেবো
হে পিতা মহান!
তোমার পায়ে দিলাম আমার
শত কোটি সালাম।।
ইয়াসির আরাফাত মিলন
সাংবাদিক ও কলামিস্ট
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.