সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:৪৫ পূর্বাহ্ন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামী আবু শামা (৩৫) কে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার চিথলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার পৈলেনপুর গ্রামের আবু তালেবের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায় ওই কলেজ ছাত্রীকে আবু শামা বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডেনে নেয়। ঘটনাস্থলে আগেই উপস্থিত ছিল আবু শামার ২/৩ জন সহযোগী। তাদের সহায়তায় বিদ্যালয়ের পিছনে বাগানে নিয়ে ভিকটিমকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ফেলে রেখে যায় আবু শামা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গত ২৫ ফেব্রয়ারি হরিণাকুন্ডু থানায় মোঃ আবু শামাকে প্রধান আসামী করে মামলা করেন, যার নং ১১/২১।
র্যাব জানায় গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে অভিযান চালায় র্যাব। সেখান তার খালা বাড়িতে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন /এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.