শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:১১ পূর্বাহ্ন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
হরিণাকুণ্ডু উপজেলার গ্রাম পুলিশদের মাঝে (১৬মার্চ) মঙ্গলবার বিনামূল্যে ২৪টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।বিকালে উপজেলা চত্বরে ৮টি ইউনিয়নের ২৪ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসাইন। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়।
এ সাইকেল বিতরণের ফলে ইউনিয়নের জরুরী তথ্য খুব সহজেই দ্রুত গ্রামে গ্রামে পৌছে দিতে পারবে।শুধু তাই নয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে বলে অনেকেই মনে করেন।
এসময় উপস্থিত ছিলেন,১ নং ভায়না ইউপি চেয়ারম্যন ছমির উদ্দিন,৩ নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান হাজী মুনজুর আলম (মনজের),৬ নং ফলসী ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ও ৮ নং চাঁদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.