বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:২১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর:মেহেরপুরের গাংনীতে ০৬ বোতল ফেনসিডিলসহ ০২জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ১৫ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের আটক করে।আটককৃতরা হলো, কুষ্টিয়া কুমারখালী উপজেলার বানিয়া পাড়া গ্রামের মেজবাহুর রহমান এর ছেলে মেহেদী হাসান মাসুদ(৪৮) ও একই উপজেলার পশ্চিম গোট্টিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে শিহাব উদ্দিন(৩৮)।মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি(ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম জানান, মেহেরপুর গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই র(নিরস্ত্র) হাবিবুর রহমান, মএএসআই আহসান হাবিব ও এএসআই ইব্রাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল, ০৬বোতল ফেনসিডিল মেহেদী হাসান মাসুদ ও শিহাব উদ্দিনকে আটক করে।আটককৃত মেহেদী হাসান মাসুদ ও শিহাব উদ্দিন এর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।
কামাল হোসেন খাঁন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.