শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:১৭ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত হয়েছে। ১২ মার্চ শুক্রবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে ষ্টেশনের অদূরে ওই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেলে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে সিগনালের পােেশ ১৪৮/৮ পিলারের কাছে হেঁটে যাচ্ছিল অজ্ঞাত এক যুবক। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই য্বুকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আহসান আলম/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.