বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:৫৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
দামুড়হুদা ও দর্শনা থেকে ২জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত দরবেশ সাহার ছেলে শাজাহান সাহ (৫২) এবং একই উপজেলার দর্শনার ঝাজাডাঙ্গা মাদ্রাসা পাড়ার মৃত মুলতান মন্ডলের ছেলে খাজা (৫৫)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেলা ও জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ০৯ মার্চ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরির্দশক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে লোকনাথপুর গ্রামের শাজাহান সাহার বাড়ীতে অভিযান
চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাগন্ড ও ২শ’ টাকা জরিমানা করেন।
এদিকে, মঙ্গলবার বেলা ৪টার দিকে নির্বাহী ম্যাজষ্ট্রেট ও দামুড়হুদা সহকারী কমিশনার (ভুমি) সুদিপ্ত কুমার সিংহের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম এবং বিজিবি সদস্যদের সাথে নিয়ে দর্শনার ঝাজাডাঙ্গা মাদ্রাসা পাড়ার খাজার বাড়ীতে অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদিপ্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খাজাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সেই সাথে ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আহসান আলম/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.