শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:৫৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর:
গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুস সালেহীন, নারীনেত্রী পারভীনা আক্তার, কিশোরী সংগঠনের সদস্য ও লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা নাসরিন প্রমুখ। নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে বিস্তার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কামাল হোসেন খাঁন/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.