শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
আলমডাঙ্গার আসমানখালীতে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ০৬ মার্চ শনিবার সন্ধায় আসমানখালীর নান্দবার বসতিপাড়ায় এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশি পরিতোষ দাস ও তার স্ত্রী-ছেলেরা মিলে তাদেরকে পিটিয়ে জখম করেছে বলে আহত শন্তোষ দাস ও তার পরিবারের অভিযোগ। আহতরা হলেন, ওই এলাকার শন্তোষ দাসের ছেলে সুশেন দাস (৫০) তার ছেলে অসিত দাস (২৬) এবং পুত্রবধু লক্ষী দাস (২১)। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসপাতালে আহতদের শয্যাপাশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বলেন, গতকাল সুশেন দাসের মেয়ে সীমা দাসকে তার স্বশুর বাড়ির লোকজন নিতে আসে। তাদেরকে বাড়ি থেকে বিদায় দেয়ার সময় প্রতিবেশি পরিতোষ দাস, তার স্ত্রী আদুরি দাস এবং ছেলে সুবাস দাস ও ভাগ্নে লালন তাদেরকে বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয়পক্ষের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে পরিতোষ দাস, তার স্ত্রী আদুরি দাস এবং ছেলে সুবাস দাস ও ভাগ্নে লালন মিলে বাঁশ, বাটাম দিয়ে সুশেন দাস ও তার পরিবারের লোকজনের উপর হামলে পড়ে। এতে রক্তাক্ত জখম হয় সুশেন দাস, তার ছেলে অসিত দাস এবং পুত্রবধু লক্ষী দাস। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধর করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের বর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তাদেরকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতে সুশেন দাসের মাথা কেটে গেছে। সেখানে অনেক গুলো সেলাই দিতে হয়েছে এবং অসিত দাস ও লক্ষী দাসের শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়েছে। যেখান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। আহতদের প্রথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রেখেছি।
আহসান আলম/এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.